thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২

সম্পর্ক আরও দৃঢ় করতে ঢাকা সফর করেন মার্কিন কর্মকর্তারা

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৩১ অক্টোবার ২০২৪, ২০:২১

সংগ্রহীত

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে আগামী কয়েক মাসে বেশ কয়েকজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা ঢাকা সফর করবেন।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।


এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় করতে লাফেভের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছেন।


জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-আন্দোলনের স্মৃতিচারণ করে সাক্ষাৎকালে হেলেন লাফেভ জানান, তিনি ইতিহাসের সাক্ষী হতে পেরে গর্বিত।


প্রধান উপদেষ্টা ও হেলেন লাফেভের সাক্ষাতে বিচার বিভাগ সংস্কার, দক্ষিণ এশীয় বিদ্যুৎ সংযোগ, সন্ত্রাস দমন, স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ থেকে চুরি করা বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধার, আমলাতন্ত্রে সংস্কার এবং শ্রম ইস্যুগুলো বিশেষ গুরুত্ব পায়।


এ সময় লাফেভ বলেন, চুরি করা অর্থ ফিরিয়ে আনা কঠিন, তবে সম্ভব। যুক্তরাষ্ট্র এরই মধ্যে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে বাংলাদেশকে পরামর্শ এবং অন্যান্য সহায়তা দিচ্ছে।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের একটি চিঠিও তিনি ড. ইউনূসের কাছে হস্তান্তর করেন।


প্রধান উপদেষ্টা হেলেন লাফেভকে প্রতিশ্রুতি দেন, তার সরকার শ্রম খাতে বিস্তৃত সংস্কার কার্যক্রম পরিচালনায় অঙ্গীকারবদ্ধ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর