thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২

নাইকো দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৪, ১৩:৩৬

সংগ্রহীত

সোমবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে শুরু হয়। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ৷ সাক্ষ্য দিচ্ছেন এই মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া ম্যাজিস্ট্রেট ওয়ালি উল ইসলাম।

এর আগে গত ২২ সেপ্টেম্বর একই আদালতে সাক্ষ্য দেন বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কাশেম, সাবেক মহাপরিচালক সৈয়দ আহমদ হাক্কানী, বাংলা গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর কবির আদালতে সাক্ষ্য দেন।

এরপর তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এ মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য শেষ হয়েছে। গত বছরের ১৯ মার্চ একই আদালত খালেদা জিয়াসহ সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় আদালতে।

২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারে থাকাকালে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর