thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২

জয় বাংলা-জয়া বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১০ নভেম্বার ২০২৪, ১৫:১২

সংগ্রহীত

আজ রবিবার ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান ও শেখ হাসিনা দেশে আবারও ফিরে আসবেন বলায় গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যদিও তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

রোববার (১০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জিরো পয়েন্টে পাল্টাপাল্টি কর্মসূচি, ঢাকায় সতর্ক পুলিশ

ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, শেখ হাসিনা চলে আসবেন। আমি একজন মুক্তিযোদ্ধা। জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর