thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২

পেট্রোবাংলা অবরুদ্ধ, ভেতরে আটকা শত শত কর্মকর্তা

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১৭ নভেম্বার ২০২৪, ১৩:৫৯

সংগ্রহীত

আজ রোববার (১৭ নভেম্বর) ইচ্ছাকৃতভাবে মৌখিক পরীক্ষা স্থগিত করার অভিযোগ এবং দ্রুত মৌখিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা।

ঢাকার কারওয়ান বাজার এলাকায় অবস্থিত পেট্রো বাংলার অফিসের প্রধান ফটকের সামনে বসে আন্দোলন শুরু করে বিক্ষুব্ধরা। এতে করে পেট্রো বাংলার ভিতরে অবরুদ্ধ হয়ে পড়ে সংস্থাটির শত শত কর্মকর্তা-কর্মীরা।

অবরোধ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলছেন, পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতের ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। আমাদের এই এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর