thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২

‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২ ডিসেম্বার ২০২৪, ১৫:২৮

সংগ্রহীত

আজ সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ কে সরানোর আবেদন চেয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী রোববার (৮ ডিসেম্বর) আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে।

এর আগে ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

সেসময় বাংলায় দেয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, ‘আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’ ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট।

এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর