thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর ভাঙন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৪, ১৪:২৫

সংগ্রহীত

মঙ্গলবার (২৯ অক্টোবর) নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে নদী ভাঙনকবলিত এলাকাবাসী। চানন্দী ইউনিয়নের থানারহাট বাজার এলাকার নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নদীর তীরে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয় এলাকাবাসী, বাজারের ব্যবসায়ী, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, গেল কয়েক বছর ধরে নদী ভাঙনে এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০টি বাজার, অর্ধশতাধিক বিদ্যালয় এবং কয়েক শতাধিক স্থাপনা বিলীন হয়ে গেছে।

নদী ভাঙন রোধে সরকারি অর্থ বরাদ্দ হলেও ঠিকাদারের অবহেলায় এখনো কাজ শুরু হয়নি বলেও তারা অভিযোগ করেন। এসময় অবিলম্বে নদী ভাঙন রোধে সরকারের উদ্যোগের দাবিও জানান তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর