thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২

কসবায় রাতের আঁধারে চলছিলো পাহাড় কাটা, তারপর যা হলো

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত:
৮ নভেম্বার ২০২৪, ২১:০৪

সংগ্রহীত

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবার গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কাটার দায়ে মো. মামুন মিয়া নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার (৮ নভেম্বর) সকালের দিকে সত্যতা নিশ্চিত করেছেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সারওয়ার। এর আগে বৃহস্পতিবার রাতে গোপিনাথপুর ইউনিয়নের লতুয়ামুড়া নামক স্থানে পাহাড় কাটার অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে আরও নেতৃত্ব দেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ এবং তৌহিদুল ইসলাম। অভিযানে জেলা পুলিশের একটি বিশেষ টিম সহযোগিতা করেন।


কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সারওয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা ও বিজিবির সমন্বয়ে রাতে গোপিনাথপুর ইউনিয়নের লতুয়ামুড়া এলাকায় পাহাড় কাটা হচ্ছে এমন অভিযোগেই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পাহাড় কাটার সময় অভিযান চালিয়ে একজনকে আটক করে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পাহাড় কাটায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর