thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২

নাটোর বড়াইগ্রামে উপজেলায় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২১ ডিসেম্বার ২০২৪, ১১:৫৮

সংগ্রহীত

শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন নামের নয় মাস বয়সী এক কন্যাশিশু নিহত হয়েছেন। উপজেলার জোনাইল গ্রামের শিমুলতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু আলিজা সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেনের মেয়ে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাড়ির সবাই বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশুটি। পরে, আগুনে পুড়ে মারা যায়। আগুনে ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়।

খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর