thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২

সিলেট সীমান্ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি

প্রকাশিত:
২৮ ডিসেম্বার ২০২৪, ১৫:১৪

সংগ্রহীত

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট সীমান্তে এক মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সবুজ মিয়াকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসা হয়। এরপর বি‌জি‌বি ও পু‌লিশ গোয়াইনঘাটের দমদমিয়া সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত সবুজ মিয়া গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি জানিয়েছে, গতকাল সন্ধ্যায় সবুজসহ কয়েকজনের সঙ্গে ভারতীয় খাসিয়াদের কথাকাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে- এরই জেরে তাকে গুলি করে হত্যা করেছে খাসিয়ারা। তবে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে জৈন্তাপুর সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ মারুফ মিয়া নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর