thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২

পরিমনি ও তার স্বামী শরিফুল রাজ তবে কি আবার এক হচ্ছেন

বিনোদন রিপোর্টার

প্রকাশিত:
১১ জুন ২০২৩, ২০:৪৯

নিজস্ব

ঢাকাই চলচ্চিত্র গত কিছু দিন ধরে শুনা যাচ্ছে, পরিমনি ও তার স্বামী শরিফুল রাজ তাদের মধ্যে শুনা যাচ্ছিলো বিচ্ছেদের কথা। একে অপরকে ফেসবুকে লাইভে এসে দোষারো করছিলেন।


আজ (১১) জুন পরিমনি তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন, ভিডিওটি ছিলো পরিমনির ছেলে রাজ্য'র' দশ মাস উপলক্ষে, কেক কাটেন। এইসময় পরিমনি স্বামী শরিফুল রাজও উপস্থিত ছিলেন। দুই জন একে অপরের সাথে কথা বলতে দেখা যায়। এইসময় পরিমনির নানা ও উপস্থিত ছিলেন।

 

পরিমনি তার ফেসবুক পেজে ভিডিওটি দিয়ে ক্যাপশন লিখেন।

আজ রাজ্যের দশ মাস পূর্ন হলো আলহামদুলিল্লাহ।
Happy ten months Baajaan!

মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল!
ব্যাস এতটুকুই……


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর