thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২

সংগীত শিল্পী নোবেল স্টেজ এ করলেন মাতলামী। জুতা পারলেন দর্শকরা

বিনোদন রিপোর্টার

প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৩, ২১:৪১

ফাইল

বিভিন্ন সময় সমচলোনায় এসেছে সারেগামাপা থেকে ওঠে আসা নোবেল। কিন্তু এইবার এসেছে একদম মাতলামী করে।

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারি ডিগ্রী কলেজ এর ৫০ বছর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সেই খানে গান করতে এসে ছিলো নোবেল। মঞ্চে গান পরিবেশন করতে গিয়ে মাতলামি ও অসংলগ্ন আচরণ করেছে সংগীতশিল্পী নোবেল।

তখন স্টেজে নোবেলের মাতলামিতে, দর্শকরা ক্ষিপ্ত হয়ে জুতা নিক্ষেপ করেন নোবেলর  উদ্দেশ্যে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর