thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২

পাকিস্তানের স্কুলে বোমা হামলা নিহত সাত

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৪, ১৮:৫৩

সংগ্রহীত

শুক্রবার (১ নভেম্বর) পাকিস্তানের বেলুচিস্তানে একটি গার্লস স্কুলের কাছে রাস্তায় বোমা বিস্ফোরণে পাঁচ শিশু ও এক পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের মধ্যে অধিকাংশই শিশু। বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এ হামলার ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের পুলিশপ্রধান ফতেহ মোহাম্মদ জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্যান এবং একটি পুলিশের গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে এই বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে সাতজন নিহত হয়। তবে বিস্ফোরণের সঙ্গে কে বা কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকার এবং স্বাস্থ্য সচিব মুজিব উর রহমান আহতদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল, বিএমসি হাসপাতাল এবং কোয়েটার ট্রমা সেন্টারে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র বেলুচিস্তান স্বরাষ্ট্র দফতর থেকে এ ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন।

ঘটনার পর বোমা নিষ্ক্রিয়কারী দল এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটিকে নিরাপদ করতে কাজ শুরু করে। এর আগে মাস্তুংয়ে জুলাই ও সেপ্টেম্বর মাসেও বন্দুক হামলা হয়।

গত জুলাই মাসে মাস্তুং জেলায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১৪ জন আহত হন। পরে সেপ্টেম্বর মাসে সিনিয়র সাংবাদিক নিসার লেহরিকে মাস্তুংয়ের গুলকান্দ এলাকায় গুলি করে হত্যা করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর