thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২

তথ্য ও সম্প্রচারমন্ত্রী  ডা. হাছান মাহমুদ কে নিয়ে সমাচলোনা করেছে মহিলা দল

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৩, ০২:৩৪

সংগ্রহীত

জাতীয়তাবাদী দল বিএনপির মহিলা নেত্রীদের নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী  ডা. হাছান মাহমুদের বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শনিবার সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের সই করা এক বিবৃতিতে বলা হয়, মহিলা নেত্রীদের নিয়ে আওয়ামী সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের ধৃষ্টতাপূর্ণ, অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

 

বিবৃতিতে তারা বলেন, আওয়ামী সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির মহিলা নেত্রীদের নিয়ে যে মন্তব্য করেছেন তা শুধু কুরুচিপূর্ণই নয়, বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। আওয়ামী মন্ত্রী ও নেতাদের ন্যক্কারজনক, অভদ্রচিত, মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য যেন দিনকে দিন সীমা অতিক্রম করছে। হাছান মাহমুদের বক্তব্য দেশ-বিদেশের সুরুচিপূর্ণ মানুষকে বিস্মিত করেছে। নারীদের নিয়ে এ ধরনের জঘন্য বক্তব্য কোনো সভ্য ও ভদ্র পরিবারের সন্তান করতে পারেন না।


তারা বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে— বিএনপি নেত্রীদের বিরুদ্ধে অশ্লীল ও রুচিহীন বক্তব্য দেওয়ার জন্য হাছান মাহমুদকে হাই কমান্ড নির্দেশ দিয়েছে। সেজন্যই নিজ মন্ত্রিত্ব রক্ষা করতে বিবেকবর্জিতভাবে বিএনপির মহিলা নেত্রীদের নিয়ে তিনি কুৎসিত বক্তব্য রেখেছেন।

বিবৃতিতে বলা হয়, যারা গণতন্ত্রকে ধ্বংস করে মানুষের মৌলিক মানবাধিকারকে হরণ করে তারাই কেবলমাত্র অসংলগ্ন, লাগামহীন ও নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করতে পারে। আওয়ামী নেতাকর্মীদের আচরণ যেমন বর্বর তেমনি তাদের কথাবার্তাও ঘৃণ্য, আদিম ও বন্য। ড. হাছান মাহমুদের অশালীন বক্তব্যের বিরুদ্ধে নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।


মূলত: তার এই বক্তব্য নারী সমাজের প্রতি চরম অবমাননাকর। নারীদের নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর এ ধরনের বক্তব্যে আওয়ামী ইতর সংস্কৃতির অরুচিকর কুৎসিত রূপটিই ফুটে ওঠে।

মহিলা দলের পক্ষ থেকে বলা হয়, ড. হাছান মাহমুদের এই ধরনের রুচিজ্ঞানহীন বক্তব্যের বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার ও নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে বিএনপির নারী নেত্রীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। নইলে নারী সমাজ ঘরে বসে থাকবে না


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর