thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র ১৪৩২

বিভিন্ন জেলায় জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বার ২০২৩, ১৪:৫২

সংগ্রহীত

২৫ সেপ্টেম্বর) তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামাদের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (সকালে জেলায় জেলায় কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালিত হয়।



কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। জেলা সদরের ভোগডাঙ্গা মডেল কলেজের সামন থেকে শুরু হয়ে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের কুমরপুর বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।



এছাড়া বিক্ষোভ হয় বরিশাল জেলায়, পটুয়াখালী জেলায়, পিরোজপুর জেলায়, জয়পুরহাটে, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, বগুড়া, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাইবান্ধাসহ আরও বেশকিছু জেলায় এই বিক্ষোভ সমাবেশ হয়।

 

মিছিল শেষে বক্তারা বলেন, অনতিবিলম্বে আওয়ামী সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকার গঠন করে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিতে হবে। আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ  আলেম ওলামাদের মুক্তি দিতে হবে। সেই সাথে  মামলা প্রত্যাহারের দাবি জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর