thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২

পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে: চরমোনাই পীর

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৫, ২৩:৩৪

সংগ্রহীত

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশে পিআর সিস্টেমে (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন হতে হবে, যাতে প্রত্যেক ভোটারের ভোটের অধিকার নিশ্চিত হয়। তিনি উল্লেখ করেন, এই সিস্টেম বাস্তবায়ন না হলে আন্দোলন করতে পিছপা হবেন না, এবং আন্দোলন করে হলেও পিআর সিস্টেম কার্যকর করবেন।

মুফতি রেজাউল করীম বলেন, “বাংলাদেশের মানুষ মায়ের কোল খালি হওয়ার রাজনীতি চায় না। যারা দেশের টাকা বিদেশে পাচার করছেন এবং বেগমপাড়া তৈরি করছেন, বাংলার ছাত্র-জনতা তাদের দেখতে চায় না। এই পরিবর্তন আমাদেরই করতে হবে। রক্তের প্রয়োজন হলে রক্ত দেব, সুন্দর দেশ গড়ার জন্য জীবন দেব।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নন, আপনি গণঅভ্যুত্থানের সরকার। আপনারা কার্যক্রমে প্রশ্নবিদ্ধ। দুর্বলতা কোথায়?”

বিএনপিকে লক্ষ্য করে তিনি বলেন, "যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে আছেন, তারা পিআর সিস্টেমে নির্বাচন চাইছেন না। আমি বলি, এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। আপনারা মনে করেন, অনেক শক্তিশালী হয়েছেন, কিন্তু মাটি সরে গেছে। আর চাঁদাবাজি, দখলকারী, খুনিদের দেখতে চাই না। পরিবর্তন করতে হবে।"

ভারত প্রসঙ্গে মুফতি রেজাউল করীম বলেন, "আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চেয়েছিলাম, কিন্তু ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেনি। তাদের দোসরদেরকে খুশি করবেন? তারা কি আমাদের ক্ষমতায় যাওয়ার জন্য যোগ্য?"

তিনি আরও বলেন, "পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে, যাতে প্রতিটি ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন হয়। এই নির্বাচনে বাংলাদেশের জনগণের ভোটাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, এবং এ লক্ষ্যে আন্দোলন করে পিআর সিস্টেম বাস্তবায়ন করা হবে।"

বক্তব্য শেষে তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করেন। নতুন সভাপতি হিসেবে আতিকুল রহমান মুজাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মানসুর আহমেদ সাকী নির্বাচিত হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর